বেনাপোলে মাদক সহ ৫ কারবারি আটক

0
237

এসএম স্বপনঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২৫ বোতল ফেনসিডিল, ৪০পিচ ইয়াবা ও ৩০০ শ” গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কসাই (২৫), কালু হোসেনের ছেলে হানিফ আচড় (২৩), আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯), জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল (২৫) ও নুর ইসলামের ছেলে সোহান হোসেন কালু (২৩) সর্ব থানা বেনাপোল যশোর।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here