মণিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত, আহত ১

0
183

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী। বুধবার (১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং পুলিশ মরাদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আহত যুবককে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন- খুলনার ডুমুরিযা উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৫)। আহত যুবক ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব হাসান। এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- বুধবার বিকেলে মাসুদ রানা, রুবেল শেখ ও রাকিব হাসান মোটরসাইকেলে করে যশোর যান। কেনাকাটা শেষে তারা রাত ১১টার দিকে যশোর থেকে বাড়ি ফিরচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে মণিরামপুর সরকারি কলেজের উত্তর পাশে এলপিজি পাম্পের কাছে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ রানা ও রুবেল শেখ। এতে গুরুতর আহত হন রাকিব হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরাদেহ দুইটি এবং আহত রাকিবকে উদ্ধার করে। আহত রাকিব হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- কেউ অভিযোগ না করায় মরাদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here