কালীগঞ্জে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
173

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ মার্কেটের দৈনিক আমার সংবাদের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, দৈনিক লোকসমাজের প্রতিনিধি এম. শাহজাহান আলী সাজু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আজিবর রহমান, মানবজমিনের তোফাজ্জেল হোসেন তপু, কালেরকন্ঠের প্রতিনিধি নয়ন খন্দকার, নয়াদিগন্তের গোলাম রসুল, বীর জনতার বাবুল আক্তার, কালীগঞ্জ ফায়ার ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, দৈনিক যশোরের মিশন আলী, গ্রামের কন্ঠের জাহাঙ্গীর হোসেন, সংবাদ প্রকাশের শোয়াইব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ।আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী দিনে দৈনিক আমার সংবাদ অতীতের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রেখে পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করবে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এরপর দোয়া কামনা করা হয়। সবশেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here