মোচিকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন

0
194

স্টাফ রিপোর্টার ,কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহহে দক্ষিন বঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল গত ২৬ ফেব্রুয়ারী ঘোষনার পর থেকে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) মোচিকের অস্থায়ী ট্রেনিং কমপ্লেক্স ভবনে এ
কার্যক্রম চলে। মনোনয়নপত্র ক্রয় সময়সীমা সকাল ১০.৩০ মিঃ থেকে ১২ পর্যন্ত এবং জমাদান ১২.০১ মিনিট থেকে ৪ টা পর্যন্ত চলমান থাকে। নির্ধারিত সময়ে মধ্যে ২৫ টি পদের বিপরীতে ৪১ টি মনোয়নপত্র বিক্রিয় হয়েছে। সভাপতি পদে ২জন,সহ-সভাপতি পদে ২ জন,সাধারন সম্পাদক পদে ৩ জন,সহ-সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,প্রচার সম্পাদক পদে ১
জন,দপ্তর সম্পাদক পদে ১ জন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন ছাড়াও বিভিন্ন পদে মোট ৪১ জন ব্যক্তি মনোয়নপত্র ক্রয় করেন। বিকাল ৪ টা পর্যন্ত ২৫ টি মনোয়নপত্র জমা পড়ে।
নির্বাচন কমিশনার ইক্ষু বিভাগের সিআইসি আতাউল হক জিহাদ বলেন,উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই ক্রয় ও জমাদান চলছে কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নাই। তিনি আরো বলেন, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তর থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত থেকে ক্রয় ও জমাদান প্রত্যক্ষ করেছেন এবং তারা সুষ্ঠু পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here