চিকিৎসকের মারপিটের ঘটনায় কর্মবিরতি : চিকিৎসা নিতে আসা রুগীরা বিপাকে

0
186

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিকিৎসক সংগঠন (বিএমএ) কেনদ্রীয় কর্মসূচির ডাকে খুলনা জেলার সকল সরকারী বেসরকারী চিকিৎসকরা পূর্ণদিবস কর্ম বিরতি পালন করছে। বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত শুধুমাত্র জরুরী বিভাগ ছাড়া ওই ধর্মঘট চলবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ গোলদার জানন। এ দিকে কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগিরা দূর্ভোগের স্বীকার হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও প্রসুতি মায়েরা বেশি কষ্ট পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ গোলদার জাননিয়েছেন, গত ২৫ ফেব্রয়ারী শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক চিকিৎসক নিশাত আবদুল্লাহ হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন সময়ে পূর্বে অপারেশন করা রোগীর অভিভাবক সহকারী উপ-পুলিশ পরিদর্শক সঙ্গীয় আরও পুলিশ সদস্য নিয়ে অপারেশন ঘরে ঢুকে চিকিৎসককে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে বিএমএ খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদ এক জরুরি সভায় এ সিধান্ত নেয়া হয়। মঙ্গলবার খুলনা জেলা বিএমএ ভবনে সংবাদ সম্মেলের মাধ্যমে এ কর্মসূচি ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here