নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বাংলার মা, মাটি, মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয়ে ধারণ করেন। সেইজন্য দেশের সর্বক্ষেত্রে সমানতালে উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে ফের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
শনিবার (৪ মার্চ) যশোর সদর উপজেলার শফিয়ার রহমান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সবার কাছে তিনি এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন ভিশন হলো স্মার্ট বাংলা গড়া। স্মার্ট কার্যক্রমে যশোরের অবস্থান অগ্রভাগে থাকবে। বর্তমান বৈশ্বিক বিপর্যয়কে পুঁজি করে বিএনপি-জামায়াত মিথ্যাচারে লিপ্ত ছিলো। দেশবাসী সেটা গ্রহণ করেননি। তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাদের অত্যাচার-নির্যাতনের চিত্র এখনো সবার মনে আছে। সার, বিদ্যুতের জন্য কৃষক জীবন দিতে চাই না। বেতন বৃদ্ধির জন্য চাকুরিজীবীরা আন্দোলন করতে চাই না। সবাই সুন্দরভাবে জীবন-জীবিকা নির্বাহ করার জন্য শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে চলতে বদ্ধপরিকর।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
প্রতিষ্ঠানের সভাপতি সাজ্জেদুল হক রিপনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মৃদুল, আবু মুসা মধু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, পৌর কাউন্সিলর সাহিদুর রহমান রিপন, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমুখ।















