যশোর জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করলো ৫ পদকধারী

0
162

যশোর : শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস পদকধারী যশোরের ৫জন খেলায়াড় যশোর জেলা প্রশাসক মহোদয় জনাব মো: তমিজুল ইসলাম খানের সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বিকাল ৫ টায় এই সৌজন্য সাক্ষাত জেলা প্রাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে প্রশাসনের কর্মকর্তাবৃদ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীপের সভাপতি জনাব শহিদুল ইসলাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, সিনিয়র সাংবাদিক প্রণব দাস, রাজনৈতিক কর্মী খবির শিকদার। যুব গেমসে পদকধারীরা হলেন, সুমাইয়া শিকদার ইলা(জুড়ো, রৌপ্য পদক), কৃষ্ণা অধিকারী, (জুডো, তাম্র) মো: ইয়ামিন ইসলাম তামিম (কুস্তিতে স্বর্ন) আরিফুল ইসলাম মেহেদী (কুস্তিতে (রৌপ্য) এছাড়া গেমসে অংশহণকারী আয়েশা মনি উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াররা তাদের জয়ের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। মাননীয় জেলা প্রশাসক খেলোয়ারদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের-আশ্বাস প্রদান- করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here