বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজ এম ভি হাইডং

0
183

মাসুদ রানা,মোংলা : বঙ্গবন্ধু রেলসেতুর স্টিলের স্টেকচার পণ্য বোঝাই করে আসা বিদেশী বানিজ্যিক জাহাজ এম,ভি হাইডং মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার দুপুরের দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে নঙ্গর করে এ জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারী ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর ষ্টিলের স্টেকচার পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ এম,ভি হাইডং। রবিবার দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌছায়। এ জাহাজটিতে ১৭১ প্যাকেজের ১হাজার ৫৫৬ মেট্টিক টন স্ট্যাকচার পণ্য রয়েছে। স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপ কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটি হতে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়। এরপর নদী পথে খালাসকৃত এ পণ্য নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে।
তিনি আরো বলেন, এখন মুলত আসছে রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল। ভিয়েতনামের জাহাজ হাইডং পণ্য খালাস শেষে ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here