যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭ মার্চের আলোচনা সভা

0
174

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) এ আয়োজন করা হয়।
যশোর শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আলোচনা সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বিএলএফ বাহিনীর উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খাল পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মন্টু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।
যশোর এম এম কলেজে আলোচনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের আহবায়ক মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, ড. আমানউল্লাহ, আব্দুল মমিন, সজিব কুন্ডু ও কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলাম।
যশোর সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। আহবায়ক নাসিরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান। যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কেএম গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. রবিউল ইসলাম।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান, সহকারি প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here