যশোর ইনস্টিটিউটে দ্যোতনা সাহিত্য পরিষদ এর মাসিক সাহিত্য আসর ও কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

0
182

যশোর : দশটায় নাট্যকলা সংসদ, যশোর ইনস্টিটিউটে দ্যোতনা সাহিত্য পরিষদ এর মাসিক সাহিত্য আসর ও কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিল্পী মোকাররম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জি এম মূছা, সাংবাদিক ও সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কবি ও সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ঔপন্যাসিক সালমান পারভেজ সবুজ।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক কবি শাহরিয়ার সোহেল। অনুষ্ঠানে অতিথিগণ কবি শাহরিয়ার সোহেল এর মেধাবী পুত্র শেখ শামস শোয়াইব, কবি তৃষা চামেলি এর মেধাবী পুত্র টিকাদার অনিন্দিত নির্ঝর এবং কবি হুমায়ুন কবির এর মেধাবী কন্যা হুমায়রা বিশ্বাস রোদেলাকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করে। সম্প্রতি কবি কাজী নূর “বর্ধমান উত্তর উৎসব সম্মাননা স্মারক” এবং “হাসান আজীজুল গক রত্ন সম্মাননা ” প্রাপ্তিতে এবং কবি এম এ কাসেম অমিয় এর শেকড়ের সন্ধান থেকে সম্মাননা স্মারক প্রাপ্তিতে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাধীনতার আলোচনা ও কবিতা পাঠে অংশ নিয়েছেন কবি তহীদ মনি, কবি এম এ কাসেম অমিয়, কবি অরুণ বর্মন, কবি মো.শরিফুল আলম, কবি কাজী নূর, কবি তৃষা চামেলি, কবি শরীফ হোসেন ধিমান, কবি সানজিদা ফেরদৌস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here