যশোরে আলোচিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শামীম হোসেন গ্রেফতার

0
170

যশোর প্রতিনিধি : যশোরের আলোচিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম হোসেন যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের সাহাবুদ্দিন মুন্সীর ছেলে।
র‍্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, শামিম হোসেন যশোরের কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১২ সালের এপ্রিল মাসে শামিম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা বটিয়গাটা থানা পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়ে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। এরমধ্যে মামলার বিচারকার্য শেষে আদালত আসামি শামিম হোসেনকে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। শামীম আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। পরবর্তীতে র‍্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরপর আজ সকালে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here