দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে বার্সিক বনভোজন

0
198

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের আয়োজনে শুক্রবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার তালসারি ডিসি ইকো পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এসময় ইকো পার্কে সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়। জুম্মার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে ইকো পার্কের গেস্ট হাউজে আড্ডায় মেতে ওঠেন প্রেসক্লাবের সাংবাদিক সহ অতিথীরা। এ সময় উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, সদস্য হারিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান কচি, হাসমত আলী, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, ফরহাদ হোসেন, আবিদ হাসান রিফাত, সুকমল চন্দ্র দাস বাঁধন ও ইয়াছিন জুয়েল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here