মহেশপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

0
308

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ। শনিবার (১১ মার্চ ) সকাল ১১ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন,আবুল কাশেম, ইয়ানবী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ১৩ জনের সু-চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তহবিল হতে ৫লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here