অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০২ সদস্য গ্রেফতারসহ লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার

0
186

যশোর জেলার চৌগাছা থানাধীন ফুলসারা নিমতলা সাকিনস্থ মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ আলিমুদ্দিন (২২) পেশায় একজন ইজিবাইক চালক। গত ০৫/০৩/২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় আলিমুদ্দিন ইজিবাইক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মুখে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কোতয়ালী থানাধীন খয়েরতলা যাওয়ার কথা বলে ৪০০/- (চারশত) টাকায় ভাড়া নেয়। আলিমুদ্দিন তাদের নিয়ে খয়েলতলা বাজারে রেল স্টেশনের নিকট আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি চায়ের দোকানে নিয়ে আলিমুদ্দিনকে কপি পান করতে দেয়। উক্ত কপি পান করার পর আলিমুদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে তখন অজ্ঞাতনামা ব্যক্তিরা আলিমুদ্দিনের ইজিবাইক এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম আলিমুদ্দিন পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ দায়ের করলে পিবিআই, যশোর জেলা অত্র কার্যালয়ের জিডি নং-৯২, তারিখ-১০/০৩/২০২৩ খ্রিঃ মূলে ঘটনাস্থল পরিদর্শণসহ ছায়া তদন্ত কার্যক্রম শুরু করে। পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলামসহ যশোর জেলার চৌকস দল ছায়া তদন্তকালীন সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম আলিমুদ্দিনের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত মর্মে সন্দেহ হলে আসামী ০১। মোঃ তুহিন খন্দকার (৪০), পিং-মোঃ কেরামত খন্দকার, সাং-বিলবাউচ, থানা-কালিয়া, জেলা-নড়াইলকে গত ১১/০৩/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় বাঘারপাড়া থানাধীন ধলগা রাস্তার মোড়ে নড়াইল টু যশোরগামী ঢাকা মেট্রো-ব ১৪-৪৭৯১ নম্বরের যাত্রীবাহি বাস থেকে এবং আসামী ০২। চুন্নু মোল্লা (৩৫), পিং-মৃত ওহাব আলী মোল্লা, সাং-ডর বল্লাহাটি, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল, এ/পি সাং-পাখিমারা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলকে অদ্য ১২/০৩/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০৪.০০ ঘটিকার সময় তার বর্তমান ঠিকানা হতে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক আসামী তুহিন খন্দকারের নিকট থেকে ভিকটিমের লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয় এবং পলাতক আসামী মামুন শেখের শ^শুর সৈয়দ মিজানুর রহমানের বাড়ির সামনের রাস্তার উপর থেকে ভিকটিমের লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম আলিমুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী মডেল থানার থানার মামলা নং-৪৬, তারিখ-১২/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ কৌশলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই সংক্রান্তে আসামী মোঃ তুহিন খন্দকার (৪০) ও চুন্নু মোল্লা (৩৫)দ্বয়কে অত্র মামলা সংক্রান্তে গ্রেফতার করতঃ হেফাজতে নেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী মোঃ তুহিন খন্দকার (৪০) ও চুন্নু মোল্লা (৩৫) দ্বয়সহ তাদের সহযোগীরা সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্য এবং তারা বিভিন্ন অপরাধের সহিত জড়িত। তারা ঘটনার দিন অর্থাৎ গত ০৫/০৩/২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মুখ হতে খয়েরতলা যাওয়ার কথা বলে ৪০০/- (চারশত) টাকায় ভিকটিম আলিমুদ্দিনের ইজিবাইক ভাড়া নেয়। খয়েলতলা বাজারে রেল স্টেশনের নিকট আসলে আসামী তুহিন ও চুন্নু ভিকটিম আলিমুদ্দিনকে ফুসলিয়ে ঘুমের ঔষধ মিশ্রিত কফি পান করিয়ে ভিকটিমকে অজ্ঞান করে তার ব্যবহৃত মোবাইল ও ইজিবাইক চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ইজিবাইক বিক্রয়ের জন্য আসামী মোঃ তুহিন খন্দকার ও চুন্নু মোল্লা তাদের অপর সদস্য আসামী ০১। মোঃ ফারুক মোল্লা (৩৮), পিং-হাবিবুর মোল্লা, সাং-চুনখোলা এ/পি-সাং-ভওয়াখালী, জমাদ্দার পাড়াস্থ জনৈক সরোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং ০২। মোঃ মামুন শেখ(২৬), পিং-সাখাওয়াত শেখ, সাং-শোলপুর, উভয় থানা-নড়াইল সদর, জেলা-নড়াইলদ্বয়ের নিকট রেখে আসে। আসামী ফারুক মোল্লা ও মামুন শেখ বর্তমানে পলাতক রয়েছে। ধৃত আসামী মোঃ তুহিন খন্দকার (৪০) ও চুন্নু মোল্লা (৩৫) দ্বয়কে অদ্য ১২/০৩/২০২৩ খ্রিঃ জবানবন্দি প্রদানের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টাসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী তুহিন খন্দকার নড়াইল জেলার কালিয়া থানার মামলা নং-১৯(০১)২০১৮, ধারা-৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড, নড়াইল জেলার কালিয়া থানার মামলা নং-২০(০১)২০১৮, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ও যশোর কোতয়ালী থানার মামলা নং-২৫(০৭)২০১৬, ধারা-৩৭৯ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী। ধৃত আসামী চুন্নু মোল্লা কেএমপি, খুলনার খান জাহান আলী থানার মামলা নং-১০(০১)২০২২, ধারা-৩৭৯/৩২৮ পেনাল কোড, গোপালগঞ্জ সদর থানার মামলা নং-৪৪(০২)২০২০, ধারা-৩২৮/৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড ও খুলনা ফুলতলা থানার মামলা নং-১৫(০৭)২০১৮, ধারা-৩২৮/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী।
১। তদন্ত তদারকী কর্মকর্তাঃ রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলা, মোবাঃ ০১৩২০-০৩২৯৮০ ।
২। তদন্তকারী কর্মকর্তা ঃ এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ, তদন্তকারী কর্মকর্তা, পিবিআই, যশোর জেলা, মোবাঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here