নওয়াপাড়া ভৈরব নদে নিখোঁেজর আট ঘন্টাপর ঘাট শ্রমিকের মরদেহ উদ্ধার

0
170

মিঠুন দত্ত:যশোরের নওয়াপাড়া ভৈরব নদে নিখোঁজের আট ঘন্টাপর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া ফায়ার সার্ভিস। গতকাল রোববার সকালে নওয়াপাড়া ভৈরব নদে পণ্য খালাসের সময় জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য সাগর বিশ্বাস (৩৫) নামের এক ঘাট শ্রমিক। রবিবার সন্ধা ছয়টায় ভৈরব নদের জাহাজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাগর বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামের মো. তুরাফ বিশ^াস ছেলে। সে অভয়নগর উপজেলার বাগদা গ্রামে তার মামা মোসলেম উদ্দিনের বাড়িতে থেকে শ্রমিকের কাজ করত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব নদীর নওয়াপাড়া পীরবাড়ি চিশতী ঘাটে এমভি এহসান হাবিব-১ জাহাজ থেকে সকাল ১০টার সময় গম আনলোড করার সময় ঘাট শ্রমিক সাগর বিশ্বাস সিঁড়ির উপর পা পিছলে নদীতে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকেরা তাকে পানির মধ্যে খোঁজাখুজি করতে থাকে। না পেয়ে তারা নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবরদেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম সাথে সাথে ঘটনা স্থলে আসেন।পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের অপর একটি টিম এসে বেলা পৌনে বারটায় উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা ছয়টায় তার মরদেহ জাহাজের পাশ থেকে উদ্ধার করে। জানা গেছে, এমভি এহসান হাবিব-১ গম ভর্তি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নওয়াপাড়ায় আনলোড করার জন্যে চিশতী ঘাটে এসে নোঙ্গর করে।
অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল জানান, গম আনলোড করার সময় সাগর নামে এক শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করেছে।
নিখোঁজ সাগরের পিতা তুরাফ বিশ^াস জানান, আমার ছেলে সাগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিকের কাজ করত। আজ (রোববার) জাহাজ থেকে মাল খালাস করার সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করেছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ওয়ার হাউজ ইন্সপেক্টর টিটব শিকদার জানান, রোববার সকাল দশটায় নওয়াপাড়া ভৈরব নদের চিশতি ঘাটে এমভি এহসান হাবিব-১ লাইটারেজ থেকে পণ্য খালাস করছিল সাগর। এ সময় হঠাৎ লাইটারেজ জাহাজের সিড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে খুলনা থেকে ডুবুরি দল এনে যৌথভাবে নদীতে কয়েক দফা তল্লাশি করে নিখোঁজ হওয়ার আট ঘন্টাপর শ্রমিক সাগরের লাশ উদ্ধার করি। এ সময় অভয়নগর থানা পুলিশ ও নৌ পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here