মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
205
Exif_JPEG_420

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশাল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আইরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এসএম আল কামাল,সহকারী পরিচালক মোজাম্মেল করিম, কনসালটেন্ট প্রবীর কুমার মন্ডল, মহেশপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।
কর্মশালায় বক্তারা পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিবাহ ও কৈশরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here