যশোরে ছিনতায়ের কবলে গৃহবধূ, চুরি আঘাত

0
225

যশোর: রাধা ঘোষ (৩৫) স্বামী সম্ভু ঘোষ সাং বেজপাড়া নারায়ন সাহার বাড়ির সামনে,,,১৩ তারিখ সোমবার আনুমানিক ভোর ৪-০০টায় দিকে বেজপাড়া নারায়ন সাহার বাড়ির সামনে পূজার ফুল তোলার সময় অতর্কিতভাবে আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে মানকি টুপি পড়া একজন ছিনতাইকারীর এসে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত আঘাত করে ব্যবহারিত ডান হাতের একটি চুরি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়,, এতে করে তিনি গুরুতর আহত হলে ডান হাতের পাঞ্জা সহ শরীরের বিভিন্ন অংশে সাতটি ছুরি আঘাত করে, ভিকটিম মাটিতে লুটে পুড়ে যাওয়ার পরে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণিকভাবে বেরিয়ে আসলেই স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দ্রুত গতিতে পালিয়ে যায়, স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে ১৩ তারিখ সোমবার আনুমানিক ভোর সাড়ে চারটা নাগাদ যশোর হসপিটালে ভর্তি করিয়ে দেয় তবে এ ব্যাপারে এখনো কোন থানায় অভিযোগ করা হয় নাই,, ভিকটিমের চাচা সত্য সাহানি ফোন নাম্বার 01987-70 27 68

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here