অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হা অসকস রাজগন্জ উপ শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
178

মনিরামপুর : কেন্দ্রীয় কমিটির অনুমতি ক্রমে অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হা (অসকস)বাংলাদেশ এর মনিরামপুর উপজেলা শাখার কার্যক্রমকে সুংগঠিত ও শক্তিশালী করার লক্ষে ৫টি উপ শাখাতে পরিনত করার লক্ষে প্রথম ধাপে রাজগন্জ উপশাখার কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির উপস্হিত সবার সর্ব সম্মতি ক্রমে রাজগন্জ উপশাখার নব নিযুক্তি পদ দেয়া হয়- উপদেষ্টা দিদার বক্স মন্ডল, সভাপতি মশিউর রহমান খান(মোহন),সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক আকবর আলী, যুগ্ন সাধারন সম্পাদক আকবর আলী(নেভী),কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ আবুল হোসেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উক্ত আলোচনা সভাতে অসকস মনিরামপুর উপজেলার সাধারন সম্পাদক জাহিদ বলেন সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সবাইকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার জন্য।নিজেদের বাহিনীর সদস্যদের কোন প্রকার ঝামেলাতে পড়লে একতা বদ্ধ ভাবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোকাবেলা করার জন্য এছাড়া অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও মনিরামপুর উপজেলা সভাপতি হাফিজুর রহমান বলেন সকলকে একতা বদ্ধ থেকে সংগঠনকে প্রসারিত করার জন্য এবং সংগঠনের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং নব নিযুক্ত সকল সদস্য গন সংগঠনকে গতিশীল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং যার যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সচেষ্ট থাকবেন, এছাড়াও উপস্হিত ছিলেন মনিরামপুর উপজেলার উপদেষ্টা অনাঃ লেঃ রহমত আলী,সিনিঃ ওয়ারেন্ট অফিসার ইউনুছ আলী,আব্দুল গফুর,ফারুক হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here