রাজগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা আটক

0
188

স্টাফ রিপোর্টার:- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্ভকর্তাদের বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃতির বিরুদ্ধে মামলা দিয়ে জেলা হতে প্রেরণ করা হয়েছে। জানা যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের পাশে বিদ্যুৎ অফিস সংলগ্ন মশিয়ারের বাড়িতে অভিযান দিয়ে বিভিন্ন ঘরে তল্লাসী চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ উপজেলার বিজয়রামপুর গ্রামের ইউনুস আলী ছেলে হাফিজুর রহমানকে আটক করে। স্থানীয়দের জানায় হাফিজুর রহমান আত্মীয় পরিচয় মশিয়ারের বাড়িতে থেকে এই গাজা খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার নিরঞ্জন বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা বাড়িতে তল্লাসি করে ৫০০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী হাফেজ আটক করেছি। আটককৃত নামে মামলা দিয়ে জেলাতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here