যশোরে ইনো লুবিকেটিং কারখানায় ভেজাল মবিল তৈরির অভিযোগ

0
160

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলায় দীর্ঘদিন ইনো লুব্রিকেটিং নামে কারখানা ভেজাল মবিল তৈরি করা হচ্ছে। পরে ওই ভেজাল মবিল যশোর শহর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হয়েছে। এ ভেজাল মবিল তৈরি ও বাজারজাত করার পিছনে প্রশাসনের কতিপয় কর্মকর্তা রয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ইনো লুব্রিকেটিং এর মালিক ঝুমঝুমপুর বর্ডারগার্ড পাবলিক স্কুলের পাশে নাজিম উদ্দীন ওরফে নাজিম ভেজাল মবিল তৈরি করে আলীসান গাড়িবাড়ি তৈরি করে চলেছেন।
স্থানীয়রা জানান, নাজিম উদ্দীন ওরফে নাজিম হামিদপুর নুড়িতলায় ইনো লুব্রিকেন্টিং নামে কারখানায় ভেজাল মবিল তৈরি করছেন। বিভিন্ন জায়গা থেকে পোড়া মবিল সংগ্রহ করে বিভিন্ন মেডিসিন দিয়ে তাকে পরিস্কার বা সাদা করে কোটায় ভরে মবিল বাজারজাত করছেন। তার এ কাজ করার জন্য বিভিন্ন বাজারে লোক নিয়োগ করা হয়েছে। তারা বাজার থেকে পোড়া মবিল সংগ্রহ করে কারখানায় কৌশলে পৌছে দেয়। এরপর সেখানে আগে থেকে মবিলের বড় বড় কোম্পানির লেবেলসহ রাখা কোটায় পুরে বাজারজাত করছেন। এর বাজারজাত করার জন্য লোক নিয়োগ দেয়া আছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন মবিল দোকানে ইনো লুবিকেটিং এর মবিল সর্বত্র পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠিত কোম্পানির লেভেল লাগিয়ে এসব ভেজাল মবিল প্রকাশে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা আরো জানিয়েছেন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসনের লোকজনের সাথে নাজিম উদ্দীন ওরফে নাজিমের যোগাযোগ রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে ভেজাল মবিল উৎপাদন ও বিক্রি করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।
এ ব্যাপারে নাজিম উদ্দীন ওরফে নাজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ইনো লুবিকেটিং বৈধ লাইসেন্স রয়েছে। তারপর সবাইকে ম্যানেজ করে ব্যবসা করছি। কোন সমস্যা হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here