ভারতগামী যাত্রীর পায়ুপথ থেকে ৬শ গ্রাম স্বর্ণ উদ্ধার।

0
185

বেনাপোলের থেকে এনামুলহকঃ ভোমরা ও বেনাপোলের যৌথ কাষ্টমস গোয়েন্দা দল ভারতগামী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৬ শ গ্রাম ওজনের ৬ টি স্বর্নের বার উদ্ধার করেন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে নড়াইলের কালিয়ার বিকাশ পালের ছেলে শুভংকর পালকে স্বর্নসহ আটক করা হয়।
কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান,গোপন সংবাদে জানতে পারি সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে এক যাত্রী ভারতে স্বর্নবহন করছে। এ সময় আমাদের জোর নজরদারীতে ওই পাসপোর্ট যাত্রীকে আটক করি। আটককৃত যাত্রী স্বর্নের কথা অস্বিকার করলে তাকে বাজারস্থ ডায়াগনষ্টিক সেন্টারে এক্সরে করে তার পায়ুপথে স্বর্নের সন্ধান পাওয়া যায়।পরে স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়। আটককৃত স্বর্নের বাজারমুল্য ৪৮ লক্ষ টাকা।
আটককৃত আসামী শুভংকর কে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে ও স্বর্নের বারগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here