চৌগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

0
269

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে সাবিনা ইয়াসমিন ডলি(৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ মার্চ) দুপুর তিনটার দিকে পৌর এলাকার পান্টিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। মৃত সাবিনা ইয়াসমিন হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের গরু ব্যবসায়ী বকুল হোসেনের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়সুত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাবার পর সাবিনা ইয়াসমিন একটি সন্তানসহ মাশিলা গ্রামের বকুল হোসেনকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর সাথে মেলামেশা না হওয়ায় সাবিনাকে পৌর এলাকা পান্টিপাড়ার বাকী বিল্লাহ’র ভবনের নিচ তলায় বাসা ভাড়া রাখতেন বকুল। শনিবার সকালে সাবিনা ছেলেকে নিয়ে হিজলী তার নানা বাড়িতে যান। সেখানে তার ছেলেকে রেখে ভাড়ার বাসায় চলে আসেন। পরবর্তীতে দুপুরে স্বামী বকুলকে ফোন দিয়ে বাড়িতে মেহমান আসার কথা বলেন সাবিনা। তখন তার স্বামী মেহমানদের নাস্তা দেওয়ার কথা বলে ফোন রেখে দেন। এরপরে দুপুর তিনটার দিকে সাবিনা ভাড়া বাসাতে তার ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশী ভাড়াটিয়ারা জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত দরজা ভেঙ্গে তাকে নিচে নামিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here