শালিখায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0
261

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় পিক-আপ ভ্যানের ধাক্কায় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সাহাবুর রহমান (৪০) ও সাকিব হোসেন (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাহাবুর রহমান উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামের নুরমোহাম্মদ মোল্লার ছেলে ও আড়পাড়া বাজারের সালেহা ডেন্টাল কেয়ার এর দন্ত ডাঃ এবং একই গ্রামের শামিমুর রহমানের ছেলে মোঃ সাকিব হোসেন সে উপজেলার শিংড়া সরকারি বিহারী লাল শিকদার কলেজের ছাত্র। বৃহস্পতিবার রাত আনুমানিক ৭.৩০ টার দিকে আড়পাড়া বাজারের শালিখা রোডে বারিক মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সাহাবুর রহমান ও সাকিব হোসেন মোটরসাইকেল যোগে তাদের গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিল। পথিমধ্যে আড়পাড়ার শালিখা রোডের বারিক মৃধার বাড়ির সামনে পৌছালে আড়পাড়া গামী ঔষুধের পিক-আপ ভ্যানকে সাইড দিতে গিয়ে আড়পাড়া -শালিখা গামী বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরহী নিহত হন।ঘাতক ট্রাক ও ট্রাকের চালক নড়াইল সদর উপজেলা শিংগা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে হানিফ মোল্লা ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও পিকাপ ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনা স্থলে পৌছায় এবং দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার ও ঘাতক ট্রাক পিকাপভ্যান জব্দ করি। এছাড়া ট্রাকের চালকে আটক করান হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here