শৈলকুপায় রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

0
214

রানা আহম্মেদ অভি, ইবি : ঝিনাইদহের শৈলকুপায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণ্যঢ্য আনন্দ র‌্যালি করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। উপজেলার শেখপাড়া বাজারে ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ব্যানারে এলাকাবাসী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।
জানা যায়, র‌্যালীটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক থেকে শুরু করে বাজারের বিভিন্ন অলি গলি প্রদক্ষিণ করে বাজারের হাজী মার্কেটের নিচে এসে শেষ হয়। র‌্যালীটি সভাপতিত্ব করে এইচ এম আবু মুসা। এসময় উপস্থিত ছিলেন শেখপাড়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরীসহ প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী।
এসময় বক্তারা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ‘আহলান সাহলান মাহে রামাদান’ ও বিভিন্ন হৃদয় স্পর্শী স্লোগান দেন। এছাড়া র‌্যালি শেষে বক্তারা রমজান সম্পর্কে কল্যাণ ও বিভিন্ন কথা বলেন । এছাড়াও রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here