শার্শার মানুষ আমাকে দলের মধ্যে ঐক্যের প্রতীক বলে মনে করেন একান্ত স্বাক্ষাতকারে মুজিবুদ্দৌলা সরদার কনক

0
175

জসিম উদ্দিন, শার্শা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা থেকে নৌকার মাঝি হতে প্রস্তুতি নিচ্ছেন যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম তবিবর রহমান সরদার এর দৌহিত্র নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক।
শার্শার ঐতিহ্যবাহী সরদার পরিবারের কৃতি সন্তান এবং বর্তমানে তিনি যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব ভার পালন করছেন।
একান্ত স্বাক্ষাতকারে মুজিবুদ্দৌলা সরদার কনক এর কাছে জানতে চাইলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আল্লাহর রহমতে এবার ভালো কিছুর জন্য অপেক্ষা করছে শার্শা বাসী। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান/ সংস্থাও এবারের নির্বাচন জরিপ করছে বলে শুনেছি। এ ছাড়া সাংগঠনিক ভাবেও প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
১৭ কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে ছাত্র রাজনীতির অতিত (Back ground) এবং পারিবারিক (Back ground) অবশ্যই থাকতে হবে।
যেটা এই মূহুর্তে আমি ব্যতিত অন্য কোন প্রার্থীর নেই। এজন্য আমি আশা করছি এই সবগুলো বিষয় বিবেচনায় দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে আমি এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও শার্শার মানুষ আমাকে দলের মধ্যে ঐক্যের প্রতীক বলে মনে করেন।
এবার বেশ কিছু যোগ্যতার ভিত্তিতে নৌকার প্রার্থী মনোনয়ন করা হবে জানতে পারছি। বিভিন্ন দিক বিবেচনায় যারা এগিয়ে থাকবেন, তারা দলীয় মনোনয়ন পাবেন। এ সূত্রের ভাষ্য জরিপে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে—আসনভিত্তিক- কার জনপ্রিয়তা সবচেয়ে বেশী, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক গভীর কি-না, অনিয়ম-অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কি-না, উপদল সৃষ্টি বা গ্রুপিংয়ে জড়িত কি-না, বিরোধী সম্ভাব্য প্রার্থীর বিপরীতে অবস্থান শক্তিশালী কি-না ইত্যাদি। এসব বিষয়ে তৃণমূল পর্যায় থেকে গোপনে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here