যশোর এম এম কলেজে গণহত্যা দিবসের আলোচনা সভা

0
166

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সরকারি এম এম কলেজ ও মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির একটি ভয়াল দিন। ওই দিন রাত থেকে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর ঝঁাপিয়ে পড়ে। কোন কারণ ছাড়াই হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধাসহ সাধারণ মানুষ হত্যা করে। ২৫ মার্চ রাত থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়। ওই রাতের ভয়াল চিত্র দেখে নারী-পুরুষ সবাই মুক্তিযুদ্ধে অংশ অঙ্গকার করে। ওই রাতকে কালো রাত বলা হয়।
যশোর সরকারি এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জিল্লুল বারী। বক্তব্য রাখেন প্রফেসর শিরিনা খাতুন, সহযোগি অধ্যক্ষ নিতীশ কুমার কর্মকার, সহকারি অধ্যাপক ইকরামুল কবীর ও প্রভাষক জান্নাত আরা।
যশোর সরকারি মহিলা কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান ও অনুষ্ঠানের আহবায়ক নাসিরুল ইসলাম বিশ্বাস।
যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান দোদুল। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, মহিউদ্দিন ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here