শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
293

স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। ৩০ মার্চ বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমাখালী বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা
হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া
গ্রামের ফরিদ মিয়ার ছেলে নুরু হোসেন (২২) মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে জুয়েল মোল্যা ওরফে হানিফা (২৭)। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা, দুটি মোবাইল সেট ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোশাররফ হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই সাখাওয়াত হোসেন, এসআই মঈন, এসআই জসিম উদ্দিন সঙ্গী ফোর্সসহ
বৃহস্পতিবার ভোরে উপজেলার যশোর-মাগুরা সড়কের সীমাখালী বাজারের সোহাগ কাউন্টার
এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে সাত কেজি গাঁজাসহ নুরু ও জুয়েলকে
আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ নামের অপর এক
মাদককারবারী পালিয়ে যায়। মুরাদ শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মৃত সুরত
আলী মুন্সীর ছেলে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিল। এ ঘটনায় তাদের
বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here