সম্পাদক সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে যশোরে প্রথম আলো বন্ধু সভার মানববন্ধন অনুষ্ঠিত

0
182

যশোর অফিস : প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রথম আলোর বন্ধু সভার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রথম আলো বন্ধু সভার সভাপতি লাকি কাপুড়িয়ার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম, মনিরুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here