স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখায় দুটি পৃথক অভিযানে জুয়াখেলার সরঞ্জাম সহ ৯জন জুয়াড়িকে আটক করেছে শালিখা থানা পুলিশ। জানা যায় শালিখা থানার এসআই মো: নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ শালিখা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন ভরতপুর থেকে টাকার বিনিময় তাস খেলা অবস্থায় ০৫ জনকে গ্রেপ্তার করে। অপরদিকে এসআই মোঃ মইনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত রাত ১ টা ৩০ মিনিটের সময় উপজেলার দরিশলই ফুলবাড়ি গ্রাম থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ ০৪জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মোঃ পরশ(৩২), একই গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৯), মৃত ওসমান বিশ্বাসের ছেলে আকিয়ার বিশ্বাস(৫০) ও মৃত সাদেক আলীর ছেলে নাজির আলী বিশ্বাস (৪০)।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন বলেন, মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়ের দিক নির্দেশনায় শালিখা থানার এসআই মোঃ নাসির উদ্দিন, মোঃ মঈনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ শালিখা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন ভরতপুর ও ফুলবাড়ি গ্রামে দুটি পৃথক অভিযানে পরিচালনা করে টাকার বিনিময় তাস খেলা অবস্থায় সরঞ্জামসহ ০৯ জন আসামিকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে্ শালিখা থানায় পৃথকভাবে দুইটি মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷















