মহেশপুরে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আনওয়ারুল ইসলাম

0
218

আশরাফুল আলম, মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনওয়ারুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্নালিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল,মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু,মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
রোববার বিকাল ৩ ঘটিকার সময় কুরিপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here