মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” প্রতিপাদ্যে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন,জেলা সমাজকণ্যাণ কমিটির সভাপতি মুন্সি আলমগীর হান্নান। এসময় জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।















