মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

0
182

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ট্রাকের বড়ি বিদ্যুতায়িত হয়ে রায়হান হোসেন (২০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালিয়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার ধোনার গ্রামের বাসিন্দা ও জয়নগর কওমি মাদ্রাসার ছাত্র।
রায়হানের মামাতো ভাই বুলবুল আহমেদ বলেন- ঘটনার সময় বোয়ালিয়া উত্তরপাড়ার রাস্তা দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় ট্রাকের সামনের অংশ রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে আটকে যায়। এতে ট্রাকের বড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। রায়হান ট্রাকটি মুক্ত করার জন্য ট্রাকে হাত দেয়ার সাথে সাথেই বিদ্যুতায়িত হন।
দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান বিদ্যুৎস্পর্শে যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here