কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবীদের ট্যাব প্রদান

0
181

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট ও শিক্ষাবৃত্তি তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ প্রমুখ।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণির ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন মেধাবী শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here