স্টাফ রিপোর্টার কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে কৃষিপন্য উৎপাদন বৃদ্ধির লক্ষে (সিআইজি কংগ্রেস)কৃষি উৎপাদনমুখী সমবায় সমিতির নারী-পুরুষ সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় ১২০ টি সিআইজি সমিতির ১৫০জন কৃষক-কৃষানী কংগ্রেস কর্মশালায় অংশ গ্রহন করেন।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) জনাব সিকদার মোঃ মোহায়মেন আক্তার, সিনিয়র উপজেলার মৎস্য অফিসার হাসান সাজ্জাদ,কারিগরি সেশনে রিসোর্স স্পিকার অতিরিক্ত উপপরিচালক(শস্য) জনাব মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, সহ কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
কালিগঞ্জ উপজেলার ১২০ টি সিআইজি নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার মাধ্যমে কৃষি কার্যক্রমকে আরো বেগবান করে এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা করেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।















