ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে জখম ও দীর্ঘ ৪০ বছরের ভোগদখলীয় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টায় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার মঠবাড়িয়া গ্রামের মোঃ আজিজ সরদারের ছেলে মোঃ আলী বাদশা সরদারের প্রাপ্ত অভিযোগ ও মঙ্গলবার সকালে (১১ এপ্রিল) সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত কোমর উদ্দিন শেখের ছেলে আজিজ শেখ, আজিজ শেখের ছেলে মারুফ শেখ ও স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘ ৪০ বছরের বসতবাড়ি দখলের পায়তারা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিসী বৈঠকে মিমাংসা হলেও বিবাদীরা পরক্ষণে শালিসী সিদ্ধান্ত অস্বীকার করে।
তারই জের ধরে গত ৭ এপ্রিল বিকেলে বিবাদীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির ভিতর অনাধিকার প্রবেশ করে আজিজ সরদার, ছেলে মেহেদী সরদার ও স্ত্রী পারভীনা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং বসতবাড়ি ব্যাপক ভাংচুর করে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে বিবাদী আজিজ শেখ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিয়ান বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন থেকে সমাধানের দায়িত্ব নিয়েছেন।















