নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

0
148

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি। নড়াইলের শামুকখোলা গ্রামে আগুনে ৫টি পরিবারের ছোট-বড় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্না ঘরে চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শহিদ মোল্যার ২টি ঘর, শফিক মোল্যার ৩টি ঘর, তবিবর মোল্যার ২টি ঘর, নাজমুল কাজীর ১টি ঘর ও শরিফুল কাজীর ২টি ঘরসহ নগদ ৩ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় আগুনে শফিক মোল্যার ২টি গরু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় তবিবর মোল্যা ও রোজিনা বেগম আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে খবর পেয়ে নড়াইলের লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here