মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পে জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা,সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা,কারারক্ষী এবং আনসার কর্মকর্তা,সদস্যগণের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায পুলিশ লাইন্স ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন । প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন দিকনির্দেশনা মূলক সুস্পস্ট বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন,জঙ্গী ও উগ্রবাদের বিরুদ্দে সজাগ থাকতে হবে।তাদের কারনে দেশে অস্থিতিশীল পরিবেশ না হয় সেদিকে দৃস্টি রাখতে হবে অতন্ত প্রহরীর মতো।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে), মোঃ তরফদার আলমগীর হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার সহ জেলা পুলিশ, কারারক্ষী ও আনসারের মোট ১৯০ জন দেশ মাতৃকার সেবায় নিয়োজিত গর্বিত সদস্যবৃন্দ।
Home
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার















