ডুমুরিয়ায় মন্দিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আহত দুই মহিলা

0
151

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া মাগুরাঘোনা সার্বজনীন দূর্গা মন্দির নিয়ে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা চলছে। তারই জের ধরে মঙ্গলবার সকালে মন্দির দখলের চেষ্টায় গুরুপদ দাসের লোকজন হামলা চালিয়ে দুই মহিলাকে পিটিয়ে জখম করেছে। আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা এই দুই ইউনিয়নের সীমানা বরাবর মালতিয়া মাগুরাঘোনা সার্বজনীন দূর্গা মন্দিরটি অবস্থিত। মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উভয় ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক ধর্মীয় উৎসব পালন করে। কিন্তু উভয় ইউনিয়নের লোক এ মন্দিরে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তারই জের মঙ্গলবার সকালে গুরুপদ দাসের পক্ষে বেতাগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সানার নেতৃত্বে মৃত মোজের আলী গাজীর ছেলে আজিবার গাজী ও মজিবার গাজী, মজিবার গাজীর ছেলে ইব্রাহিম গাজী, সিরাজ গাজীর ছেলে বিল্লাল গাজী সহ কয়েকজন মন্দিরটি দখলে নেওয়ার জন্য তালা পরিবর্তন করতে যায়। এসময় বাঁধা দিতে গেলে কালিপদ দাসের স্ত্রী সন্ধ্যারানী দাস ও নিরাপদ দাসের স্ত্রী ছনেকা দাসকে পিছিয়ে জখম করা হয়। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন ও মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল বলেন, গত ২ মাস আগে আমরা দুই চেয়ারম্যান উক্ত মন্দিরে উপস্থিত থেকে একটি লিখিত আপোষ মিমাংসা মাধ্যমে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনসহ একে অপরের সাথে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বলে আসি। তারপরও তারা মন্দির নিয়ে নিজেদের মধ্যে লবিং গ্রুফিং চালিয়ে যাচ্ছে। যার জেরে আজ এই হামলা। আটলিয়া বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) এসএম হাবিবুল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে অনুষ্ঠান এলেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রেষারেষি শুরু হয়। যার জেরে আজ এই মারামারি। কিন্তু এগুলো আদৌও সমীচীন নয়।
তবে এরপর কোন ধরনের রেষারেষি হলে এলাকায় শান্তি শৃংখলা রক্ষার্থে আমরা কঠোর হস্তে সেটা দমন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here