কপিলমুনিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

0
159

কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উদযাপন হয়েছে। নতুন বছরের আগমনী বার্তায় শুক্রবার সকাল ৮ টায় কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির আয়োজনে এক বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল সদস্যদের কাছে বাংলা নববর্ষের প্লাকার্ড ফেস্টুন ও বৈশাখী সাজ লক্ষ্যে করা গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কপিলমুনি জুড়ে নববর্ষ পালিত হয়েছে।
এ দেশের প্রাচীন ঐতিহ্য বাংলা নববর্ষ। মুঘল সম্রাট আকবর সিংহাসনে আরোহনের সময় বাংলা সনের প্রবর্তন করেন। তৎকালে ‘ফসলি সন’ নামে প্রবর্তন করা হলেও কালক্রমে এটি ‘বাংলা সন’ নাম পরিচিতি লাভ করে। বর্ষবরণকে কেন্দ্র করে বছরের প্রথম দিনটি বাঙালি জাতি আনন্দ-উৎসবে কাটায়। এ দিন ঐতিহ্যবাহী পোশাক, খাবার, গ্রাম্য মেলা, হালখাতা, লোকগান, কবিতা, গল্প ও নাটকের মধ্য দিয়েই বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বর্ষবরণ উৎসবে অংশ নেয়। বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ। এই মাসের প্রথম দিনেই বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। অতীতের দুঃখ-বেদনা, জরা-ক্লান্তি মুছে দেওয়ার প্রত্যাশায় দেশ জুড়ে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসবের। প্রতিবছরই বাংলা নববর্ষকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার ব্যতিক্রম নয় কপিলমুনি। এবারও নানা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। এসময় কপিলমুনি শোভাযাত্রায় আংশগ্রহণ করেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, উপাধ্যক্ষ আফসার আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সাংবাদিক জি এম হেদায়েত আলী টুকু, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, যুগোল পুত্র হিমাদ্রী শেখর দে, সাংবাদিক জগদীশ দে, মেহেরুন্নেচ্ছার সহকারী শিক্ষক খলিলুর রহমান, শিমুল বিল্লাহ বাপ্পী, শিক্ষক নুরুজ্জামান, কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ দাশ, বজলুর রহমান, বিধান ভদ্র, আওয়ামীলীগ নেতা সন্দীপ সাধু, পরিমল সাধু, অজয় সাধু, শিক্ষক পলাশ বিশ্বাস, সাংবাদিক সবুর আল-আমীন, উদয় দেবনাথ, শেখ আব্দুর রশীদ, অহেদুজ্জামান মোড়ল, দেবদাস সেন, রনজিত অধিকারী, উত্তম অধিকারী ও দিলীপ সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here