ঝিকরগাছা বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তারের এক হাজার পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

0
178

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার কর্তৃক এক হাজার দুস্থ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শনিবার দুপুরে স্থানীয় টাওরা দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকালে কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, বিএনপি নেতা মিজানুর রহমান মেম্বার, আব্দুল মানিক মেম্বার, মোজাফফর মাস্টার, বিএনপি নেতা কাজী রুবেল হোসেন, যুবদল নেতা নাজমুল ইসলাম, বিপ্লব হোসেন, পানিসারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। কাজী আব্দুস সাত্তার জানান, পানিসারা ইউনিয়নের ১৬টি গ্রামে তিনি বর্তমান দ্রব্যমুল্যসহ নানাবিধ পরিস্থিতিতে এক হাজার দুস্থ পরিবারকে তিনি সাহায়তা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here