কালীগঞ্জে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
159

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পিকআপের চাপায় হামিদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বারবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি নিরোলাক পেইন্টে চাকরি করতেন। আহত অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, অফিসের কাজে মোটরসাইকেলে দুইজন যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে বারবাজার হাইওয়ে থানার সামনে পৌঁছালে যশোরগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এ সময় দুইজনই রাস্তার উপর পড়ে যায়। পিকআপের চাকায় পিষ্ট হন হামিদুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্বর আহত একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়। বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, পিকআপের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন ও আহত হয়েছেন একজন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here