যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুষ্টি খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর ছাত্র আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
166

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুষ্টি খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর ছাত্র আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি খাদ্য বিভাগের সাধারণ ছাত্রদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সুপারভাইজার বাদল ও তার সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র-শিক্ষকের সাথে অসাধু আচারণ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামেন পুষ্টি খাদ্য বিভাগের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে বাদলসহ তার সন্ত্রাসী বাহিনীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।#

যশোর অফিস ঝিনাইদাহর কালিগঞ্জ বারোবাজার বারবাজার হাইওয়ে থানার সামনে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক ব্যক্তি। শনিবার বেলা ১১ টার দিকে বারবাজার হাইওয়ে থানার সামনে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন হামিদুল (২৮)। আহত হয়েছেন সোহেল (৩২)। তারা নিরোলাক পেইন্টের স্টাফ।
হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, হতাহতরা কালীগঞ্জ থেকে যশোরের দিক যাচ্ছিলেন। বারবাজার হাইওয়ে থানার সামনে যশোরের দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে ( নং ঢাকা মেট্রো ড-১৪-৬০৩২) জব্দ করেছে ‌।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here