স্মার্ট যশোর গঠনে কেমন শিক্ষার্থী চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
149

‘স্মার্ট যশোর গঠনে কেমন শিক্ষার্থী চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার ভিশন-২০২১
টাওয়ারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজনে ছিল যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকা।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিকআনোয়ারা সৈয়দ হক বলেন, ‘শিক্ষার্থীদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা
শিখতে হবে। প্রযুক্তির এই অবাধ প্রবাহের যুগে এর সঠিক ব্যবহার করতে না
পারলে আমাদের জন্য কল্যাণের পরিবর্তে ধ্বংস ডেকে আনবে।’ তিনি আরও বলেন,
‘দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বইপড়া ও অসাম্প্রদায়িকতা চর্চার বিকল্প
নেই।’এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক
ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখহাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইতোমধ্যে আমরা
স্মার্ট বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির
সঙ্গে সঙ্গে এখন কর্মসংস্থানের অবারিত ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। আমাদের
পড়ুয়াদের জন্য প্রযুক্তিখাতে কাজ করার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। এই
সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উন্নতিতে মনযোগী হতে হবে৷ দেশের উন্নতিতে
সকলকে নিয়ে কাজ করতে হবে।’
যশোর স্টূডেন্ট কমিউনিটি, ঢাকার সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রযুক্তিবিদ মোস্তফা আশীষ ইসলাম, লেখক ও সাহিত্যিক রাহিতুল ইসলামপ্রমুখ।
এ ছাড়া আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক আমীমুল ইহসান ফাহাদ, অর্থ সম্পাদক
মাহবুব হাসান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক
সম্পাদক রোমান হাসান তামিম, রায়হানসহ ঢাকায় অবস্থানরত যশোরের শতাধিক
শিক্ষার্থী আলোচনা সভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here