গুচ্ছেই থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়

0
216

রানা আহম্মেদ অভি, ইবি : রাষ্ট্রপতির নির্দেশনা পেয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়। রবিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষাক সমিতির জরুরী মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নির্দেশ পেয়ে রবিবার (১৬ এপ্রিল) জরুরী মিটিং ডাকে ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তখন সকলের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে রাষ্ট্রপতির আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব প্রদান করা হলো। একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় আচার্য। তার আদেশ অমান্য করা যাবে না। আমরা তার আদেশকে সম্মান করব।
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে বলেন, আমাদের গুচ্ছতেই থাকতে হবে। কিভাবে কি করা যায় তা পরে জানানো হবে। আমরা শিক্ষক সমিতির জরুরি মিটিং গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে রাষ্ট্রপতি নির্দেশনা পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফিরতে বাধ্য হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here