বেনাপোলে সমাজ কল্যাণ সংস্থা ১৬৮৫/২২ এর উদ্যোগে ঈদ পন্য সামগ্রী বিতরণ।

0
184

রবিউল ইসলাম, শার্শা সীমান্ত প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে যশোরের বেনাপোলে ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর পক্ষ থেকে অসহায়,দরিদ্র ও দুঃস্থ ২৫০ টি পরিবারের মাঝে ঈদ পন্য সামগ্রী বিতরণ করেন বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা-১৬৮৫/২২।
২৫ রমজান, সোমবার (১৭ এপ্রিল) সকালে বেনাপোল বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা ক্লাবে এ ঈদ পন্য সামগ্রী বিতরণ করা হয়।
বেনাপোল সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সামগ্রী বিতরণ চলছে। তারই ধারাবাহিক শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এবং সেই সাথে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ মোহাতাব উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর আওয়ামীলীগ, মোঃ আব্দুল লতিফ, আজীবন সদস্য, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা, মোঃ আসাদুজ্জামান আসাদ, আজীবন সদস্য, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা, কে.এম সানোয়ার হোসেন রিমন, সাধারণ সম্পাদক, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ও মোঃ নাজিম উদ্দীন রাব্বী, কার্যনির্বাহী সদস্য, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here