শালিখায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোষ্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষনের উদ্বোধন

0
161

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দুইদিনব্যাপী প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১৭ এপ্রিল (সোমবার) বিকালে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে অনেক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাটির জৈব উপাদান যথাযথ মাত্রায় রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তিনি কৃষকদের মাঝে এই সারটি আরও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সারের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়বে যার সুফল ভোগ করবে দেশের আপামর জনগণ। তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে তাদের এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান। পরবর্তীতে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here