যশোরে মানসিক প্রতিবন্ধীর বাঁশের আঘাতে কৃষকের মৃত্যু

0
163

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে সলে আহম্মেদ (৬৫) নামে এক কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে শাহিন নামে এক মানসিক প্রতিবন্ধী। পুলিশ হত্যাকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে নালিয়া খাল পাড়ে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সলে আহম্মেদ নালিয়া গ্রামের মৃত আবুল করিমের ছেলে। নিহতের ছেলে ফয়েজ আহম্মেদ অভিযোগ করে জানান, বাবা সলে আহম্মেদ আজ সকালে নালিয়া খালপাড়ে বসে মাছ ধরছিলো। এসময় দাইতলা গ্রামের মুনসুরের ছেলে শাহিন (মানসিক প্রতিবন্ধী) বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারে।পরে স্থানীয়রা বাবাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শুভাশিস রায় বলেন, মাথা থেকে রক্তক্ষরণ বেশি হওয়ায় তার মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘাতক শাহিনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here