পাইকগাছায় প্রতিপক্ষের দায়ের কোপে নারী সহ ৮ জন রক্তাক্ত জখম, থানায় মামলা।

0
183

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে নারী সহ ৮ জন রক্তাক্ত জখম হয়েছে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে মামলা হয়েছে। পুলিশ রোবার সকালে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুভাষ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত্যু আতার আলী সরদারের ছেলে জবেদ আলীর সাথে মোশারাফ সরদারের ৭ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই জমিতে মোশারাফ ঘর বাঁধতে যায়। এ সময় জবেদ আলী বাঁধা দিলে প্রতিপক্ষ মোশারাফ(৪০) সহ ৩০/৪০ জন তাদেরকে দা, কুড়াল দিয়ে কুপিয় ৮ জনকে রক্তাক্ত জখম করে। আহতরা হলেন জবেদ আলী (৬৫), বেল্লাল সরদার(৪০), হারুনর রশিদ (৪৫), সুজাত আলী(৬০), যুবরাজ(২৪), বাইজিদ(১৫,), হালিমা(৩০), পারুল আক্তার(৩৫)কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। সুজাদ সরদার যুবরাজ ও বাইজিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরিফুল (২৪) ও সুপার সরদার(২৮)কে গ্রেফতার করা হয়েছে। মোশারাফ হোসেন জানান, আমাদের জমিতে আমরা ঘর বাঁধতে ছিলাম এ সময় জবেদ আলী বাঁধা দেয়। এ সময় মারামারির ঘটনা ঘটে তবে কে কুপিয়েছে তা আমরা জানিনা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, দা দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। ওই মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রোবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here