পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মন্দ্রিরের মোটর চুরি মামলায় চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চোরাই মালামাল উদ্ধার।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, গত রোববার রাতে গদাইপুর একটি মন্দ্রিরের পানির মোটর চুরি হয়। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মটবাটি গ্রামের সাত্তার সরদারের ছেলে আল-আমীন সরদার(২৬) কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে অনিল মন্ডলের ছেলে অলোক মন্ডল(৩৫), আব্দুল গাজীর ছেলে মফিজুল গাজী(৩০), গোপালপুর গ্রামের কামরুল সরদারের ছেলে সাকিব সরদার(২০) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চুরি হওয়া পানির মোটর উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, চুরি হওয়া মালামাল উদ্ধার সহ ৪ চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিতের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।















