পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রানকৃষ্ণ দাশ সহ ৮ সদস্যের কমিটি গঠন

0
161

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিনা ভোটে বি আর ডি বি’র আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ। ২৬ এপ্রিল-২৩ তারিখে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান ও দু’সদস্য সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র মল্লিক ও সহকারী পরিদর্শক মোঃ তোরাব আলী স্বাক্ষরিত পত্রে সমিতি’র ৮ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করেছেন। কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কমিটি’র অন্যান্যরা হলেন,সহ-সভাপতি প্রকাশ চন্দ্র মন্ডল (জিরবুনিয়া কেএসএস লিঃ ব্লক-৬) ও সদস্য এসএম লুৎফর রহমান ( হরিঢালী কেএসএস লিঃ ব্লক-২), গৌরপদ মন্ডল ( হাউলি কেএসএস লিঃ ব্লক-১), প্রমথ নাথ মিস্ত্রী ( লেবিবুনিয়া উত্তরপাড়া কে এসএস লিঃ ব্লক-৪), অরবিন্দ কুমার সানা ( কড়ুলিয়া কে এসএস লিঃ ব্লক-৩) জি এম আমিরুল ইসলাম ( ভ্যাকটমারী কে এসএস লিঃ ব্লক-৫) ও মোঃ আঃ রাজ্জাক গাজী ( জিরবুনিয়া পুর্বপাড়া কেএসএস লিঃ ব্লক-৬)। সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতোমধ্যে নতূন কমিটি দায়িত্বভার গ্রহন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here